চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বায়েজিদ থানার ওসি পদে রদবদল হয়েছে। বন্দরের গোয়েন্দা বিভাগে পরিদর্শক মনছুর কাদেরকে চকবাজার থানার ওসি এবং চকবাজারের ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
এছাড়াও আদেশে বলা হয়েছে, রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহকে ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।