সৈয়দ আক্কাস উদ্দীন:
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেড লাইসেন্স না থাকা ও লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, ফায়ার সাভিস লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মূল্য তালিকা না রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে জরিমানা করা হয়।
শনিবার (১৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় সাতকানিয়া পৌর এলাকায় কানুপুকুর পাড় নামক স্থানে পালকী রেস্টুরেন্টের মালিক মোঃ আরিফুল ইসলাম ও ম্যানেজার মোঃ সুজনকে ৫০ হাজার টাকা, কেরানীহাট নামক স্থানে অ্যাপেল রেস্টুরেন্টের মালিক দিদারুল আলমকে ৫০ হাজার টাকা, গারাঙ্গিয়ায় মোহাম্মদ আলমগীর আলাল চৌধুরী ও সামিয়ার পাড়ার আমান উল্লাহ ৫০ হাজার টাকা এবং মাদার্শার মোঃ সোলাইমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার স্যানিটারী ইনেসপেক্টর সরওয়ার কামাল, র্যাব-১৫ বান্দরবানের এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ।