ঈদগাঁওতে মাছ- মুরগি ও তরকারীর চড়া দাম : দিশেহারা ক্রেতারা

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে মাছ- মুরগি ও তরকারীর চড়া দামে বিপাকে ক্রেতারা। সবকিছুর দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এক প্রকার দিশেহারা গ্রামাঞ্চলের খেটে খাওয়া অসহায় মানুষরা। কেজি প্রতি ৪০ টাকার নিচে তরিতরকারী মেলানো কঠিন হয়ে পড়ে। দৈনিক আয়ের নির্ভরশীল কর্মজীবিরা চরমভাবে বিপাকে পড়েন। পছন্দের সবজি মিললেও অগ্নি মূল্যের কারনে কিনতে অপারগ তারা। আবার চড়া দামের ফলে ক্রেতারা কম পরিমান সবজি কিনতেও চোখে পড়েন। ১৩ আগষ্ট বিকেলে ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে এমনি দৈন্যদশা চোখে পড়ে। অতিরিক্ত দামের যাতাঁকলে বন্দি ক্রেতা সাধারন। কজনের সাথে কথা হলে তারা জানান, তরকারী, মাছ ও মুরগীর দোকানে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমে দাম বেড়েই চলেছে। দিনমজুরেরা দৈনিক আয়ের সাথে বর্তমান বাজারে হিসেবে মেলাতে বিপাকে পড়েছে। খাওয়ার ইচ্ছা থাকলেও মান সম্মত উপায়ে খেতে পারছেনা অনেকে। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুগরি কেজি প্রতি ২শত টাকা, লাল মুরগি ৩শত, তেলাপিয়া কেজি প্রতি ২শত ৩০, পাঙ্গাস কেজি ১শত ৫০,ডিম জোড়া প্রতি ২৩ টাকায় বিক্রি হচ্ছে। তরকারী কচুরছড়া ৪০, ঢেডস ৫০, বেগুন ৫০, কাকরল ৪০, কাঁচামরিচ ২শত ৪০ টাকায় বিক্রি করছে। অন্যদিকে পেয়াজ কেজি ৪০ টাকা, আদা ও রসুন ১শত ২০ টাকায় বিক্রি চলছে। তবে অন্যান্য জিনিসপত্র কেজি প্রতি ৮/১০ টাকা বেড়েছে। কালু নামের দিনমজুর জানান, সারাদিন কাজকর্ম করে যা আয় করে থাকি তা দিয়ে পরিবার পরিজনের ভরনপোষন সংকুলান হয়না। পরিবারের নানান চাহিদা থাকা সত্তেও পূরন করা অসম্ভব হয়ে পড়ে।

মন্তব্য করুন

Your email address will not be published.