চন্দনাইশে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে  ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

রবিবার রাত ১০টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসদর, গাছবাড়িয়া কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

ইউএনও নাছরীন আক্তার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা  করা হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.