সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাক আটকে লুটের অভিযোগে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ফারুক, মো. হান্নান ও আরিফুল ইসলাম। আরিফুল প্রাইভেটকারের চালক বলে জানা গেছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেডিএস ডিপোর দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে চট্টগ্রামমুখী লাইনে প্রাইভেটকার দিয়ে ট্রাক আটকে লুটের চেষ্টা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের দুটি দল ঘটনাস্থলে এসে ডাকাতির শিকার ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, সোমবার দিনগত রাতে সীতাকুণ্ডে ট্রাকে ডাকাতির খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির শিকার চালক ও হেলপারকে উদ্ধার করা হয়। ভাটিয়ারি এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।