রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ল্যাপটপ চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিশু নাথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া অটোরিকশা খাদে পড়ে এক স্কুলছাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) দক্ষিণ রাউজানে পৃথক পৃথক এসব ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগোয়ান ইউনিয়নের পাচখাইন নাথ পাড়া গ্রামে ল্যাপটপে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান মিশু নাথ। তিনি ওই এলাকার সুকুমার নাথের ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মিশু ডিস লাইন ও সিসি ক্যামরা স্থাপনের কাজ করতো। সন্ধ্যায় নিজের ঘরে ল্যাপটপে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে যাত্রীসহ সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে আরও পাঁচজন আহত হয়েছেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি তানজিনা হামিদ নামে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পাঁচ যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
তানজিনা প্রবাসী আব্দুল হামিদের মেয়ে এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সিএনজিসহ খাদে পড়ে আহত হওয়া পাঁচ যাত্রীদের মধ্যে কারো পরিচয় পাওয়া যায়নি।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত যাত্রীদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা।