নগরের বাকলিয়ায় মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. মমিনুল ইসলাম বিপ্লব (৩৫) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ আগস্ট) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি বগুড়া জেলার আদমদিঘী থানাধীন শান্তহার আজিজ কলোনির মৃত নজরুল ইসলামের ছেলে মো. মমিনুল ইসলাম বিপ্লব (৩৫)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় মো. মমিনুল ইসলাম বিপ্লব নামের এক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর নগরের কালামিয়া বাজার থেকে মো. মমিনুল ইসলাম বিপ্লবকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করেন তৎকালীন বাকলিয়া থানার এএসআই মো. মোবারক হোসাইন।