আ. লীগ ক্ষমতায় আসার পর থেকে জ্বলছি : মির্জা ফখরুল

এক সময়কার বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার আমজাদ হোসেনের পরিচালিত সিনেমা ‘জন্ম থেকে জ্বলছি’। সেই সিনেমাকে উপজীব্য করে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বলতে হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জ্বলছি, সেই জ্বালা দিনকে দিন বাড়ছে, অসহনীয় হয়ে পড়েছে। কারণ এরা জ্বালানি খাত সহ সব সেক্টরকে দুর্নীতির সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘দুর্নীতি জ্বালানি সংকট এর উৎস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বর্গীদের ভূমিকা পালন করছে। বলতে হবে আওয়ামী লীগ এলো দেশে। কেননা এই সরকার দেশকে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এদের কোনো জবাবদিহিতা নেই। সংসদেও তাদের নিয়মনীতি নিয়ে কথা বলা যায় না, আলোচনা হয় না।

এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবাইদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.