ঈদগাঁও প্রতিনিধি:
জাতিরজনক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী, মুক্তিযোদ্বের অন্যতম সংগঠক,কক্সবাজারের শ্রেষ্ঠ সমাজসেবক,সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত জননেতা অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌ; ১২তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ। ২৭শে আগষ্ট সন্ধ্যায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে ঈদগাঁও ইউনিয়ন আ,লীগ সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেলের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রেখেছেন,সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক। এতে অংশ নেন- ১নং ওয়ার্ড় আ,লীগ সভাপতি জাফর আলম,সাধারন সম্পাদক আমানুল হক, ২নং ওয়ার্ড় সভাপতি বজলুর বশিদ, সম্পাদক বেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, ৩নং ওয়ার্ড় সভাপতি আবদু রহমান, সাধারন সম্পাদক ছানা উল্লাহ, ৪ ওয়ার্ড় সাধারন সম্পাদক নুরুল কবির,৫নং সভাপতি নুরুল আমিন সোনা মিয়া, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, ৬নং সভাপতি ইফতেখাইরুল আলম সোনা মিয়া, ৮নং সভাপতি পীষুস পাল, সাধারন সম্পাদক ছোটন চৌধুরী,৯নং সভাপতি সভাপতি নুরুল হুদা,জয়নাল আবেদীন,রাশেল উদ্দিন,আবদু শুক্কুর, মোকতার আহমদ, মোস্তাক আহমদসহ আরো অনেকে।