চট্টগ্রাম সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে পদবি অর্পণ ও অভিষেক

চট্টগ্রাম সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সপ্তম পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) নগরীর রেডিসন ব্লু হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, পদবিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আশা করছি নতুন প্রজন্মের এ যোগ্য সন্তানেরা দেশকে উন্নতির শিখরে নিতে মেধা ও নিষ্ঠার সর্বোত্তম প্রয়োগ ঘটাবে।

বিশেষ অতিথি ছিলেন শিল্প উদ্যোক্তা মাহবুব রহমান। তিনি বলেন, জীবনের প্রতি পদক্ষেপে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য অবশ্যম্ভাবী। নতুন ছাত্রনেতারা লক্ষ্যে অবিচল থেকে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছুবে এবং নিজেদের উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর পুলিশের ডেপুটি কমিশনার জসীমউদ্দীন, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান নাদের খান, স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ড. রবিউল হোসেন, স্কুলের বর্তমান অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.