বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন জিয়াউর রহমান
স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের সভায় বক্তারা
শোক দিবসে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গত শনিবার সকালে নগরীর আগ্রাবাদ কনভেশন হল মিলনায়তনে ‘সম্পর্কের সূত্র’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোক চিত্রের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন।
সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আমজাদ খান, ড. মো. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপ—প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, উপ—পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, বোখারী আজম।
আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, অ্যাড. তসলিম উদ্দিন, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, ‘৭৫ এর ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারী সেনাশাসক জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন। সেই ব্যর্থ স্বপ্ন পূরণে বিএনপি—জামাত দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে। এখনই তাদের প্রতিহত করতে পাড়ায় মহল্লায় জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে।