লঙ্কায় ফিরলেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া 

আন্তর্জাতিক ডেস্ক

গণরোষের মুখে পালিয়ে যাওয়ার প্রায় দুই মাস পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন শ্রীলঙ্কায় সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী কলম্বোতে অবতরণ করেন ৭৩ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।

তবে স্থানীয় সংবাদমাধ্যগুলো বলছে, অস্থায়ী ভিসায় থাইল্যান্ডে অবস্থান করা রাজাপাকসে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেছেন তিনি।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে শ্রীলঙ্কার কয়েকজন মন্ত্রী দেখা করেছেন।

তবে দেশে ফিরলেও গোতাবায়া বিমানবন্দর থেকে ব্যক্তিগত বাসভবন নাকি অন্য কোথায় উঠেছেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

চরম অর্থনৈতিক সংকট ঘিরে দেশটিতে শুরু হওয়া গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই সামরিক বাহিনীর সহযোগিতায় শ্রীলঙ্কা ছাড়েন গোতাবায়া। প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুরে যান। এরপর সেখান থেকে পদত্যাগপত্র পাঠান এই সাবেক প্রেসিডেন্ট।

সিঙ্গাপুরের অভিবাসন কর্তৃপক্ষ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টকে প্রাথমিকভাবে গোতাবায়াকে ১৪ দিনের ভিজিট পাস দেয়। পরে আরও ১৪ দিন বাড়ানো হয়। সেই পাসের মেয়াদ ১১ আগস্ট শেষ হলে  গোতাবায়া সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে যান।

মন্তব্য করুন

Your email address will not be published.