ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে আটটি প্রতি ষ্ঠানকে জরিমানা করেন ট্রাস্কফোর্স। ৪ই সেপ্টম্বর (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত বাজারসহ আশপাশের এলাকায় অভিযানে প্রায় ১লক্ষ ৪৫ হাজার টাকা মত জরিমানা করেন। মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ইট ভাটায় ইটের সাইজ ছোট,নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয় জানিয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ঈদগাঁও বাজারটি বড়। বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঈদগাঁওর আলমাছিয়া সড়কে গ্রাম্য ডাক্তার রেহেনা নোমান কাজলের চেম্বারে হানা দেয় উপজেলা টাস্কফোর্স। এই সময় সেখানে থেকে একজনকে আটক করে, পরে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ঐ ব্যাক্তিকে মুক্ত করা হয়। উল্লেখ্য, অভিযানের খবরে ঈদগাঁও বাজারে প্রায় ফার্মেসী ও মুদির দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা যায় দোকানদার দেরকে।