পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে গণপিটুনিতে এক ডাকাত (৩৫) নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় বাদল চৌধুরীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘রাত আড়াইটার দিকে ৫-৬ জনের ডাকাত দল বাদল চৌধুরীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ও তার ছেলেকে মারধর করে। এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।’

রাশেদুল ইসলাম আরও বলেন, ‘মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.