কাজী ইনামুল হক দানু গণমানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন

মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ডিসি রোডের কফিল উদ্দিন জামে মসজিদ চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংগঠনের পরিচালক মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম আজাদের পরিচলনায় স্মরণসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মো. সিরাজদৌল্লাহ দৌলত, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, জামাল আহমেদ সোহেল, শাহ আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু একজন নির্লোভ রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের নীতি আদর্শ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মিশন ভিশন বাস্তবায়নের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও গণমানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.