দক্ষতা ছাড়া গতানুগতিক পড়াশোনা দিয়ে ভালো কিছু করা যাবেনা―ইউএনও

জেন-একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস

সাতকানিয়ায় আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে জেন-জি একাডেমি। ১৫ ডিসেম্বর রবিবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস। এখানে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি শিক্ষা যেমন বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, সাতকানিয়া। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জনাব আনোয়ার হোসাইন, উপজেলা আইসিটি অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সামছুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব তৌহিদুল ইসলাম মাসুম, লেকচারার, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, বান্দরবান ইউনিভার্সিটি।

উপস্থিত অতিথিগন তাঁদের বক্তব্যে নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করার ক্ষেত্রে জেন-জি একাডেমির ভূমিকা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার পরামর্শ দেন।

জেন-জি একাডেমি সাতকানিয়া ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। জেনজি একাডেমির মাধ্যমে সাতকানিয়া অঞ্চলে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.