সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি নদভী আটক

 

 

নিজস্ব প্রতিবেদক 

আওয়ামী লীগের সাবেক এমপি নদভী আটক
আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করা হয়েছে।
উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি নদভী। ছবি সংগৃহীত
উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি নদভী। ছবি সংগৃহীত
আহমেদ সালেহীন

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে আটক করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এরআগে, গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন: তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০)।

মন্তব্য করুন

Your email address will not be published.