ঢেমশা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে-ত্যাগী কামাল সাধারন সম্পাদক পদে লড়তে যাচ্ছে

সাতকানিয়ার উত্তর ঢেমশা

 

সাতকানিয়া প্রতিনিধি 

 

সাতকানিয়ার উত্তর ঢেমশার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে সাধারণ-সম্পাদক পদে লড়তে যাচ্ছেন ঢেমশার ৫নং ওয়ার্ডের দাইমারখীলের পরীক্ষিত মুজিব সেনা,এলাকার সর্বজন প্রিয়ও গ্রহনযোগ্য ত্যাগী নেতা মো:কামাল উদদীন।

খোঁজ নিয়ে জানাগেছে কামাল উদদীন দাইমারখীলের মৃত সুলতান আহমদের সুযোগ্য ছেলে।

 

পারিবারিক ভাবেই কামাল আওয়ামী লীগ আদর্শে বেড়ে ওঠে দলের দু:সময়ে দলের পতাকা আগলে রাখতে গিয়ে অনেক জুলুমও অত্যাচারের শিকার হয়েছেন।

 

স্থানীয়সুত্রে জানাযায়-ঢেমশার ৫নং ওয়ার্ডের আসন্ন সম্মেলনে সকলের প্রিয় ত্যাগী কামালকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য কাউন্সিলররা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন।

এদিকে উত্তর ঢেমশার ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক পদের প্রার্থী কামাল বলেন-আমি কেন প্রার্থী হয়েছি আসলে সেটা বলতে গেলে আমার চোখের জল ধরে রাখা সম্ভব না!

এই দলের জন্য আমার জীবন যৌবন সবকিছুই শেষ করেছি, জেল জুলুম নানা রকম অত্যাচার নিপীড়িনের শিকার হয়েছি,এখন প্রানের দল ক্ষমতায় আমি এই দলের একটি সম্মানী পদে থেকেই মৃত্যুবরণ করতে চাই।

আমার দলের নেতাকর্মীরা আমাকে আগ্রহ করেই প্রার্থীতা করেছেন তাই আমার বিশ্বাস তারা আমাকে মূল্যায়ন করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.