মহাসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক লীগের চলমান কর্মীসভা
প্রধানমন্ত্রী মহাসমাবেশ সফল ও নগর স্বেচ্ছাসেবক লীগে তৃণমূল থেকে সংগঠিত করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নগরীর লালদিঘীর পাড় আইসোলেশন সেন্টারে মহানগরের ৩২, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে চলমান কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুূদ্দীন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনির সভাপতিত্বে ও যুগ্ম সা. সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এ্যাড তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, নাজমুল হুদা শিপন, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশীদ লোকমান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য ও বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।