সাতকানিয়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বেপরোয়া গতির ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ঋষিকেশ মল্লিক আদিত্য (১০)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান এলাকার রকেট মল্লিকের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আদিত্য সন্ধ্যার সময় বুড়ির দোকান সড়ক এলাকায় পারাপারের সময় বান্দরবানগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ঋষিকেশ মল্লিক আদিত্য প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ট্রাকচাপায় এক শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.