খাগড়াছড়ি প্রতিনিধি
টাঙ্গাইলে জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিল্পী,সাংবাদিক ও পেশাজীবীরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ ,সাংবাদিক শাহরিয়ার ইউনুস,সাংবাদিক সমির মল্লিক প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।