বিনোদন ডেস্ক:
আরো পড়ুন
ঢাকার জনপ্রিয় শিল্পী জায়ান আবেদীনের কন্ঠে আসছে “ভুল মানুষ” গানটি ১৬ ই ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে শ্রোতাদের জন্যে একটা উপহার হিসেবে রিলিজ করবে T-Music station এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির গীতিকার ও সুরেকার প্রিন্স রুবেল সংগীতায়োজন থাকবেন শামিম মাহমুদ।