জামায়াতের আমির শফিকুরকে গ্রেফতারের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়।

দলটির প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা ওই বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম জানান— গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় নিজ বাসা থেকে ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের নিন্দা জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৫ বছর যাবত বর্তমান ক্ষমতাসীন সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ নেতাদের দীর্ঘদিন যাবত কারাগারে আটকে রেখেছে।’

জামায়াতকে নেতৃত্বশূন্য করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে অভিযোগ করে মাছুম বলেন, ‘জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমিরে জামায়াতকে গ্রেফতার করে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে। তারা একদিকে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, অপরদিকে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে আটক রাখে। প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

অবিলম্বে ডাক্তার শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতাকর্মী ও গ্রেফতারকৃত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

তবে ডাক্তার শফিকুর রহমানের গ্রেফতারের ব্যাপারে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.