চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে বিজয় দিবস পালন করা হয়। আজ (১৬ ডিসেম্বর) সকাল থেকে সরকারি ঘোষণা মোতাবেক চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল,প্রশাসন,সাংবাদিক,সামাজিক,সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার,উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,পৌর আ’লীগের আহবায়ক এম.কায়ছার উদ্দীন চৌধুরী,মুক্তিযোদ্ধার কমান্ডার জাপর আলী হিরু। এই ছাড়াও উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,চন্দনাইশ পৌরসভা,সাংবাদিক সংগঠন,উপজেলা ও পৌরসভা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,উপজেলা বি.এন.পি,যুবদল,ছাত্রদল,এল.ডি.পি,চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম,মহিলা আ’লীগ,প্রতিবন্ধি সংস্থাসহ বিভিন্ন সামাজিক,সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে সুখীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,পুরস্কার বিতরণী সভা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর হিরু,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.