নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। নতুন লকডাউন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সাতকানিয়া উপজেলার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে ও লকডাউনের নির্দেশনা পালনে পুলিশ কঠোর হবে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন।
রোববার (৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম সংবাদকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে বাইরে ঘোরাফেরা করেছিল। এবার তা হতে দেয়া হবে না। কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি সকলকে লকডাউনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।