হাটহাজারীতে প্রতিবেশীর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রবাসীর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে সেচের জন্য পানি নিতে বারণ করায় প্রতিবেশির ‘ঘুষিতে’ মো. বাদশা (৪২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব আলমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত বাদশা কিছুদিন আগে দেশে এসেছিলেন। তার পরিবারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘আজ (শনিবার) সকালে মাহবুব তার জমিতে সেচ দেওয়ার জন্য বাদশার পুকুরে পাম্প বসায়। এ সময় বাদশা তাকে বারণ করে। তখন মাহবুব জানায়, সেচের জন্য পানি নিলেও আবার জোয়ার এলে পুকুর ভরে যাবে। তবে তা মানতে নারাজ ছিলেন বাদশা। তিনি জানান, তার পরিবার এ পুকুরের পানি ব্যবহার করে। তাই যখন জোয়ার আসবে তখন সেচের জন্য পানি নিতে বলে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুবের ঘুষিতে বাদশা আহত হন। পরে তাকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মাহবুবকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো মামলা দায়ের করেনি। তারা মামলা করলে সেই মামলায় মাহবুবকে গ্রেপ্তার দেখানো হবে।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.