চন্দনাইশে মোছলেম উদ্দিনসহ ৪ আ’লীগ নেতার মাগফেরাত কামনা

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাতবাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক অধ্যাপক আবদুল আলীম, হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুল হক বাবুল,জহিরুল ইসলাম বাচাসহ ৪ জন আ’লীগ নেতার প্রয়ানে মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি রাতে চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে তার বাস ভবনে
দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আ’লীগ নেতা যথাক্রমে
হাবিবুর রহমান, এম কায়সার উদ্দিন চৌধুরী, এড. নাছির উদ্দিন, বশির উদ্দিন মুরাদ, সাইফুর রহমান, নুরুল কবির চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী,
জাকের হোসেন কামরু, কবির আহমদ, ফরিদুল ইসলাম চৌধুরী, আবদুস সালাম, হেলাল উদ্দিন চৌধুরী, বেলাল উদ্দিন, আবদুর রহিম, গাজী সালাহ
উদ্দিন, চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম চৌধুরী, আবদুল আলীম, আবদুর শুক্কুর, এসএম সায়েম, খোরশেদ আলম টিটু, এড. খোরশেদ বিন ইসহাক
যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় প্রয়াত নেতাদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.