সাতকানিয়ায় ইয়াবা নিয়ে স্বামী স্ত্রী ধরা

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার পথে সাতকানিয়ায় ধরা পড়েছে এক দম্পতি। রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫শ পিস ইয়াবা।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকার আজিজ হাসানের ছেলে আবু বক্কর সিদ্দিক বাবু ও তার স্ত্রী সাহিদা আক্তার।

এছাড়া পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— ছদাহার দলিলুর রহমান, তার স্ত্রী জান্নাত আরা বেগম, দক্ষিণ রামপুরের কামাল হোসেন, ছোট ঢেমশার ফোরকান উদ্দিন, পূর্ব কাটগড়ের মো. মুরাদুল ইসলাম, উত্তর ঢেমশার বুলবুল আকতার।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.