চবির সিন্ডিকেট মেম্বার হলেন সাতকানিয়ার নঈম উদ্দিন হাছান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে অধ্যাপক ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান।

তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাছান চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাছান চৌধুরীর ছোটভাই।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ভোট গণনা শেষে বেলা ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার কেএম নুর আহমদ।

মন্তব্য করুন

Your email address will not be published.