বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী

নিজস্ব প্রতিবেদক:

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী চট্টগ্রাম কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিজেএম আদালতের সম্মূখে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ০৯ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিদ্যুৎ ম্যাজিস্ট্রেট ( যুগ্ম জেলা জজ) আইরিন পারভিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মোঃ নোমান, ফারজানা ইয়াছমিন, আবদুল্লাহ খাঁন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, ফারদিন মুস্তাকিম তাসিন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, স্টেনো-টাইপিস্ট মোঃ ওমর ফারুক, বেঞ্চ সহকারী মোঃ জয়নুল আবেদীন, মোঃ নাজিম উদ্দীন, অফিস সহকারী মোঃ সাজ্জাদুর রহমান, প্রসেস সার্ভার জাহিদুল আলম চৌধুরী, রানা সিংহ, বোরহান উদ্দিন, ফয়সাল বিন নাসির, ছোটন বড়ুয়া প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.