অস্ত্রসহ পুরানগড়ের শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেপ্তার

সাতকানিয়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের সময় সেনা সদস্যসহ ৩ জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় অস্ত্রসহ
শীর্ষ সন্ত্রাসী জাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে কক্সবাজারের উখিয়া পালংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহেদ উত্তর পুরানগড় ৪ নম্বর ওয়ার্ড পাঁচঘরইগ্গা এলাকার নুরুল আলমের ছেলে।

গত ৪ মার্চ স্থানীয়রা মিলে স্বেচ্ছাশ্রমে ওই এলাকায় সড়ক সংস্কারে নামলে জাহেদসহ তার পরিবারের সদস্যরা কাজে বাধা দিয়ে ৪ জনকে গুলিবিদ্ধ করে আহত করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের সময় সেনাসদস্যসহ চারজনকে গুলিবিদ্ধ করার ঘটনায় উখিয়ার পালংখালী থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানোমতে বাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় নতুন করে অস্ত্র আইনে একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Your email address will not be published.