৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, দোলোয়ার হোসেন ফরহাদ, মানোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্যসহ বিভিন্ন থানা- ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।