পটিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেছেন, মোসলেম উদ্দিন আহমদ শুধু একজন দক্ষ সংগঠক নয় ছিলেন রাজনীতির কিংবদন্তি । তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি জীবনবাজি রেখে সক্রিয় অংশগ্রহণ করেছেন।তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। ২৭ বছর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য। শাহজাহান খান আরও বলেন,জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের মদদদাতা ছিলেন। কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। আর খালেদা জিয়া সরকারে থাকাকালীন সময়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করে। হত্যা করেছিল শ্রমিকলীগ নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি, সাবেক মন্ত্রী কিবরিয়া, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি মন্জুরুল ঈমাম, ১৭ জন কৃষক সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীকে। হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ার মানুষের সাথে মোসলেম উদ্দিনের ছিল নিবিড় সম্পর্ক। চট্টগ্রাম পৌরসভার কমিশনার থাকাকালীন তিনি চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ ছিল অত্যন্ত চমৎকার। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে শনিবার (১১ মার্চ) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের শোক সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। বক্তব্য রাখেন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি চেমন আরা তৈয়ব,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম প্রমূখ।