শুক্রবার (১০ শে মার্চ) কক্সবাজার সার্কিট হাউস রোড দোকান মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত কমিঠিতে সিলেকশনকৃত ভাবে নব-নির্বাচিত হয়নসভাপতি শাহজাহান বাহারী।সাধারণ সম্পাদক হয় রোকন বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক হয় রিদুয়ান হাসান মেহেদী। অর্থ সম্পাদক মোঃ ইসহাক মান্না। অনুষ্ঠানে বক্তব্যকালে সাংগঠনিক সম্পাদক রিদুয়ান হাসান মেহেদী বলেন, আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সমিতির সম্মানিত উপদেষ্টা ফরিদ আহম্মেদ ,মোজাহের আহম্মেদ দুদু এবং বাবু বিকাশ বড়ুয়া নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং উক্ত বনভোজন নব-নির্বাচিত কমিঠির কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করা পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার বড় ভাই সৈয়দ ওমর রাজিব, হামিদ মামা,বড় ভাই মুন্না বড়ুয়া নিকট চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আগামী ১ বছর আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সমিতির উন্নয়ন অব্যহত রাখতে সমিতির সকল সদস্যদের সহযোগীতা কামনা করছি।