লোহাগাড়া প্রতিনিধি:
এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম শামশুল ইসলাম চৌধুরী প্রকাশ এসআই চৌধুরীর স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সা্ধারণ সম্পাদক এডভোকেট হুমায়ন কবির রাসেলের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, প্রফেসর ড. নেয়াজ মোরশেদ খাঁন, ড.মাহফুজুল হক চৌধুরী, সিকো গ্রুপের এমডি সাইফুল ইসলাম চৌধুরী, মাঈনুল ইসলাম চৌধুরী।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এসএম আবদুল জব্বার, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএম জাবেদ করিমের সঞ্চালনায় স্বরণসভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।