মাদকের সংবাদ প্রচার করায় সাংবাদিকের পিতার ওপর হামলা

সাতকানিয়া প্রতিনিধি 

মাদকের সংবাদ প্রচার করায় আলোকিত দেশ পত্রিকার সাংবাদিক মিনহাজ বাঙালির পিতার উপরে মাদক কারবারীরা হামলা চালিয়েছে। উপজেলার দক্ষিন ঢেমশার ১নং ওয়ার্ডে সাংবাদিক মিনহাজ বাঙালির বাড়িতে এসে অতর্কিত ভাবে সন্ত্রাসীরা এই হামলা চালায়।

আজ ১৪ই এপ্রিল (বুধবার) দুপুর ১.৩০ মিনিটে প্রকাশ্যে এই হামলা চালানো হয়। আর সন্ত্রাসীদের এই হামলায় মর্মান্তিক ভাবে আহত হয়েছে সাংবাদিক মিনহাজ বাঙালির পিতা।
জানা যায়, মিনহাজ বাঙ্গালি ছদাহার দুদু ফকির পাড়ার ব্রীজের নিচের বস্তায় বস্তায় মদের বোতল নিয়ে বেশ কয়েকদিন আগে সংবাদ করেছিলেন, আর সেই সংবাদের জেরে আজকে সাংবাদিক মিনহাজ বাঙালিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।

এই বিষয়ে সাংবাদিক মিনহাজ বাঙালি বলেন, মাদকের নিউজ করার কারণে প্রকাশ্যে দিনদুপুরে সাংবাদিক পরিবারের উপর হামলা এটা কল্পনাও করা যায় না। কিন্তু আজ আমার আব্বা হাসপাতালে জীবন সায়হ্নে।

আমি এই বিষয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। তাদেরকে অতিসত্বর আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। এই বিষয়ে সাতকানিয়া থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর মোল্লা বলেন, হ্যাঁ, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে।

মন্তব্য করুন

Your email address will not be published.