সাতকানিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকা থেকে ১২শ পিস ইয়াবাসহ আরফাতুর রহমান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আরফাতুর মহেশখালীর দিনেশপুরের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামিরা হলো— কেঁওচিয়া তেমুহনী এলাকার আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর, ছদাহা হরিণতোয় মৃত আবদুস ছবুরের ছেলে মো. শোয়াইব, খাগরিয়ার আব্বাসের বাড়ির আবু সামার ছেলে মো. গোলাম কাদের, খাগরিয়ার আমিরখিল এলাকার মৃদুল জল দাসের ছেলে সুকুমার জল দাস, চর খাগরিয়ার উপর পাড়ার অলি আহমদের ছেলে আহমদ উল্লাহ, তার ভাই আবুল বশর, ছোট হাতিয়ার রুহুল কাদেরের ছেলে আব্দুল আজিজ , মধ্যম চরপাড়া এলাকার মৃত ইউসুফের ছেলে ফারুক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।