অভিনব কারচুপি, পায়ে টান দিলেই বেড়ে যায় মুরগির ওজন

জীবন্ত মুরগি ওজন করার সময় লাফালাফি করে। তাই ব্যবহার করা হয় লোহার খাঁচা। সেই খাঁচার নিচে গোপনে বেঁধে রাখা হয় রশি। সেই রশি ক্রেতা বুঝতে না পারে মতো পায়ে টান দিলেই বেড়ে যাচ্ছে ওজন।

অভিনব এ প্রতারণার চিত্র উঠে এসেছে নগরের দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এতে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ওজনে কারচুপির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না থাকায় ২ হাজার টাকা ও মানিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.