লোহাগাড়ায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ জালাল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট যাত্রী বসার সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হবে।