সাতকানিয়ায় মিটার না দেখেই মনগড়া বিল করছে পল্লী বিদ্যুৎ

সৈয়দ আক্কাস উদ্দীন:

চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। কোনো মাসে দ্বিগুণ, কোন মাসে তার চেয়েও বেশি মনগড়া বিল করছে তারা।

গ্রাহকদের অভিযোগ, বাড়ির ভেতরে থাকা মিটার না দেখেই নেয়া হচ্ছে ইউনিট রিডিং। গ্রাহকদের কাছ থেকে মনগড়া বাড়তি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, গ্রাহকদের মিটার রিডিং না দেখেই অফিসে বসে বিল তৈরি করছে বিদ্যুৎ অফিসের কর্মীরা। এতে করে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। বাড়তি বিলে অতিষ্ঠ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও কোন কুল-কিনারা পাওয়া যাচ্ছে না। এতে করে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ।

ভুক্তভোগী এওচিয়ার ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বলেন, মনমতো বিল ধরিয়ে দিয়ে যায় বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। মাসের পর মাস অভিযোগ করার পরও বিল বদলায় না।

এ ব্যাপারে জানতে সাতকানিয়া জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া না মেলায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.