চন্দনাইশে ইউএনও’র’আর্থিক সহযোগিতা পেলেন আহত সাংবাদিক

 

চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভায় মাটি দস্যু ও পাহাড় খেকোদের হামলার শিকার গুরুত্বর আহত সাংবাদিক আয়ুব মিয়াজীকে   আর্থিক অনুদান প্রদান করেছেন দোহাজারী পৌর প্রশাসক মাহমুদা বেগম।
১১ এপ্রিল দোহাজারী পৌরসভা কার্যালয়ে আয়ুব মিয়াজী’র ভাই আরিফ মিয়াজী’র হাতে ১০ হাজার টাকার চেক তুলেন দেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা সামছুদ্দিন, প্রকৌশলী মো. নাঈমু উদ্দিন, হিসাব রক্ষক  মো. জাহাঙ্গীর আলম, সহায়ক সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান,  পরিচ্ছন্ন কর্মকর্তা জমির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য যে গত ৪ এপ্রিল দুপুরে চন্দনাইশে কর্মরত সাংবাদিক আইয়ুম মিয়াজীকে তার ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে গিয়ে একদল সন্ত্রাসী দোতালায় মারধর করে গুরুতর আহত করে এক পর্যায়ে তাকে দোতলা থেকে নিচে ফেলে দিলে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার কথা বলেন চিকিৎসকরা।
তবে আর্থিক সংকট থাকায় উন্নত চিকিৎসা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান তার পরিবার।

মন্তব্য করুন

Your email address will not be published.