সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় এবার এক গ্রাম পুলিশ ও তার গোটা পরিবারকে কুপিয়ে মারাত্মক জখম করে আহত করার অভিযোগ ওঠেছে।
বুধবার সন্ধ্যা ৭টার নাগাদ উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রফিক চকিদারের বাড়িতে জমিজমার বিরোধে এই ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন উপজেলার খাগরিয়া ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: রফিক (৬০) ও তার ছেলে মো: হিরু(৩৫) এবং গ্রাম পুলিশ রফিকের স্ত্রীসহ মোট ৫জন।
আহতদের মধ্যে গ্রাম পুলিশ রফিক ও তার ছেলে হিরুর মাথার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো: আরিফ।

জানা যায়, খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রবীণ গ্রাম পুলিশের সদস্য মো: রফিকের সাথে একই এলাকার
মো: আলী এবং মো: আলীর ছেলে মো: ইকবাল,নেজাম,এবং নাছু আক্তার, একই এলাকার আলীম নবী,জিল্লু, আরাফাত,ফরহাদ আয়শা খাতুনদের সাথে জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল।
সেই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে মো: আলী ও তার ছেলেরা মিলে এই হামলা চালায় বলে অভিযোগ করেন গুরুতর আহত গ্রাম পুলিশ রফিক।
রফিক আরো জানায়, আমরা সাতকানিয়া থানা পুলিশকে বিষয়টা জানিয়েছি তারা আমাদের আগে চিকিৎসা নিতে বলেছে পরে এই বিষয়ে মামলা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।