ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ হারিয়েছে ছাত্রলীগ

 

 

সৈয়দ আককাস উদদীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব কয়টি হল থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ৷ হলগুলো দখলে নিয়ে মিছিল করছেন কোটা আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ সর্বশেষ নিয়ন্ত্রণ হারায় সলিমুল্লাহ মুসলিম হল থেকে। এই হলের কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করেন শিক্ষার্থীরা। নেতারা এ সময় বের হয়ে যান

 

 

এর আগে গতকাল রাত ১২টা থেকে রোকেয়া হল থেকে শুরু হয় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ নেওয়া। ছাত্রলীগের নেত্রীদের মারধর করে বের করে দিয়ে শিক্ষার্থীরা প্রভোস্টকে দিয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করান।

রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্নরংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন
এরপর একের পর এক মেয়েদের শামসুন নাহার হল, বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল এবং বেগম সুফিয়া কামাল হলও নিয়ন্ত্রণে নেয় সাধারণ ছাত্রীরা এবং নিষিদ্ধ করা হয় হল ছাত্র রাজনীতি।

রাত ২টার দিকে ছেলেদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে শুরু করে পরবর্তী বঙ্গবন্ধু হল, জিয়া হল, মুহসিন হল, স্যার এ এফ রহমান হলসহ সব হল থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতারা। ছেলেদের জহুরুল হল হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয় প্রভোস্ট।

মন্তব্য করুন

Your email address will not be published.