আমি পদের জন্য কখনোই রাজনীতি করিনি, করেছি দলের জন্য-এম এ মোতালেব

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়-

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, ‘আজীবন আমি দলের জন্যই রাজনীতি করেছি কখনো ক্ষমতা কিংবা পদের জন্য আমি রাজনীতি করিনি। পাওয়ার জন্য কিংবা নেওয়ার জন্যও  আমি রাজনীতিতে আসিনি।

সোমবার বিকেলে সাতকানিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রোডভিউ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। উপস্থিত ছিলেন সাতকানিয়া  সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম। এতে বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মাহফুজ উন নবী খোকন, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মামুন প্রমুখ।

সাংবাদিকদের উদ্দেশ্যে এম এ মোতালেব বলেন,  সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে আপনারা সরকারের ব্যাপক উন্নয়ন নিয়ে লেখালেখি করবেন, আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের উন্নয়ন উঠে আসবে। সংসদ নির্বাচনে যে কেউ নমিনেশন চাইতেই পারে আপনারা পজিটিভ এবং সরকারের উন্নয়নকে প্রাধান্য দিবেন।

তিনি আরও বলেন- আপনারা আমার জন্য না কিংবা কারো জন্য না দল এবং নেত্রীর জন্য এবং চট্টগ্রাম ১৫আসনকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য লেখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.