হাটহাজারীতে পুকুর ভরাটের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় পুকুর মালিক দিদারুল আলম অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। এছাড়া পুকুর ভরাটের কাজ বাস্তবায়নের অপরাধে ওই এলাকার সাবেক ইউপি সদস্য আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।