সাতকানিয়ায় মাদকব্যবসায়ীসহ পলাতক ৭ আসামি গ্রেপ্তার, তিন হাজার ইয়াবা উদ্ধার

সাতকানিয়ায় তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে পলাতক আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মাদককারবারি মাগুরার আড়পাড়া বাবুল শেখের ছেলে ইমরান শেখ, পরোয়ানা ভুক্ত আসামি চরখাগরিয়া বুল্লার বর বাড়ির মৃত মুন্সি মিয়ার ছেলে ছকিনা বেগম, সোনাকানিয়ার মাঝের পাড়ার ফজল আহমদের ছেলে মো. নাছির উদ্দিন, বারদোনা বাহাদির পাড়ার আবুল হাসেমের ছেলে মো. আবদুর রহিম, ছড়ারকুল নওশা মিয়ার ছেলে মো. ইসমাইল, দক্ষিণ রূপকানিয়ার শামসুল হকের ছেলে নেজাম উদ্দিন, গোয়াজর পাড়ার আবুল কাশেমের ছেলে মো. ইলিয়াছ (৪৮)।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের সাহায্যে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.