ইবির ‘ডি’ ইউনিটে আসনপ্রতি লড়বে ৭ জন

রোববার (২১ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে চারটি বিভাগের অধীন মোট ৩২০ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন দুই হাজার ১২৭ শিক্ষার্থী। যা আসনপ্রতি দাঁড়ায় প্রায় সাতজন।

তিনি জানান, ‘ডি’ ইউনিটে এ বছর দুই হাজার ১২৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ১ জুন থেকে আমরা প্রসেসটি চালু করার চেষ্টা করছি।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, ১০ মে এই ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়। ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এক ঘণ্টায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এ ছাড়া, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.