মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহারের নির্দেশ

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর প্রতিষ্ঠা ঘিরে বিতর্কের মধ্যেই ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে ‘জরুরি ভিত্তিতে’ দায়িত্ব হস্তান্তর করে দেশে ফিরে আসার আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।”

আদেশ অনুযায়ী, তার দেশে ফেরার ব্যয়ভার ২০২৪-২৫ অর্থবছরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে বহন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মায়ানমার দূতাবাসের একটি সূত্র জানায়, এটি ‘রুটিন বদলি’ ছাড়া অন্য কিছু নয়। তারা জানায়, আফতাব হোসেন এখনো দেশে ফেরেননি, তবে দ্রুতই তিনি ফিরবেন

মন্তব্য করুন

Your email address will not be published.