‘শেখ হাসিনাকে খুনের হুমকিদাতা পরিকল্পনাকারীদের প্রতিনিধি’

 

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা সরকারি আইন কর্মকর্তারা।

বুধবার (২৪ মে) দুপুরে জেলা জজের কনফারেন্স রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জজ আদালতের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘দেশে আইনের শাসন বলবৎ থাকা অবস্থায় গণতান্ত্রিক একটি দেশে ওই দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া গভীর ষড়যন্ত্রের একটি অংশ। যে হুমকি দিয়েছে সে খুনের পরিকল্পনাকারীদের প্রতিনিধি। এই ষড়যন্ত্রের হোতা ও মদদদাতাদের সন্ত্রাস দমন আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

সমাবেশে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি আজাহারুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, মহানগর পিপি আবদুর রশিদ, অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গভর্মেন্ট প্রসিকিউটর (জিপি) ফখরুদ্দীন জাবেদ ও বিশেষ পিপি নিখিল কান্তি নাথ।

সারাবাংলা/আইসি/এনইউ

মন্তব্য করুন

Your email address will not be published.