বাঁশখালীতে বিরল প্রজাতির ৪টি রাজ ধনেশ পাখিসহ ধৃত ২ পাচারকারীর ৬ মাসের কারাদন্ড

চট্টগ্রাম চিড়িয়াখানায় অবমুক্তকরণর

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৪টি রাজ ধনেশ পাখিসহ ২ পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুনাগরী বাজার এলাকার প্রধান সড়কে ও পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারা এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে ৪টি রাজ ধনেশ পাখিসহ আটক ২ পাচারকারী হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাশিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দীঘার পানখালি এলাকার মৃত আ: মালেক ও সামসুন্নাহারের ছেলে মোঃ সেলিম (৫২) ও বাগেরহাট জেলার সরনখোলা থানার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব মোস্তাকাটা ২নং ওয়ার্ডের মৃত ফজলুল হক ও আকলিমা বেগমের ছেলে মোঃ মিজানুর রহমান (৪২)। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসানের ভ্রাম্যমান আদালতে আটককৃত ২ পাচারকারীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারার বিধানমতে ৬ মাসের কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয় এবং জব্দকৃত ধনেশ পাখি গুলোকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অবমুক্ত করার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম ও জলদী অভয়ারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুজ্জামান শেখ। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘বান্দরবান জেলার আলী কদম থানা এলাকা হতে বন্যপ্রাণী পাচারকারীর চক্রের কয়েকজন সদস্য অতিবিরল প্রজাতির রাজ ধনেশ পাখি কক্সবাজার জেলার চকরিয়া হতে পেকুয়া এবং বাঁশখালী থানা এলাকা অতিক্রম করে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী প্রধান সড়কের গুনাগরী বাজার এলাকায় গাড়ি তল্লাশীর মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে রাত সাড়ে ১২ টার দিকে একটি সিএনজি গাড়ি হতে ৪টি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখিসহ পাচারকারী চক্রের সদস্য ওই সিএনজি গাড়ির চালক মো. সেলিমকে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক আনোয়ারা থানা এলাকা হতে পাচারকারী চক্রের আরেক সদস্য মো. মিজানুর রহমানকেও আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.